ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন কবিতা চক্রের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১টায় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির। সভাপতিত্ব করেন কবিতা চক্রের সাধারণ সম্পাদক মুঃ আল আমিন বাকলাই। কেক কেটে জন্ম দিনের প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি সহ কবিতা চক্রের সদস্যদের উত্তোরিয় প্রদান করা হয়। অনুষ্ঠানের আলোচনা সভায় কবি আনিসুর রহমান পলাশ, আবৃত্তি সমন্বয় পরিষদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মারিফ আহম্মেদ, কবি দিনেশ চন্দ্র মন্ডল, কবি মুস্তফা হাবিব, কবি মাহমুদা খানম, ঝালকাঠি সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক হাবিবুর রহমান হাবিল ও উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন এবং ঝালকাঠির কবি বিএম আরিফ হোসেন মিন্টুর সুগন্ধার তীরে কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে কবিতা চক্রের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে কবি সিকানদার কবিরকে পুনঃবার আগামী ৩ বছরের জন্য সভাপতি ও মুহাম্মদ আল আমিন বাকলাইকে বর্তমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।