বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষক—শিক্ষার্থীদের চোখ, কান ও মুখের যত্ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষণ হলরুমে স্বাস্থ্য অধিদপ্তরের এ্যাডোলসেন্ট এন্ড স্কুল হেলথ প্রোগ্রামের বাবস্থাপনায় উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষক— শিক্ষার্থীদের চোখ, কান ও মুখের যত্ন বিষয়ক পিতা—মাতার ও শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হক, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শিক্ষক শৈলেশ তপাদার, শাহানাজ পারভীন, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগন অংশগ্রহন করেন। সভায় বক্তরা বলেন, শিক্ষক—শিক্ষার্থীদের চোখ, কান ও মুখের যত্ন বিষয়ে পিতা—মাতার এবং শিক্ষকদের ভূমিকা এমন হবে যা ওই শিশুর মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত করবে, জ্ঞানমূলক দক্ষতার বিকাশ ঘটায় এবং আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলবে।