বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র তাজিম খান নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা চালকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন।
সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা অবরোধ করে তারা। কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীরা জানান, ঘটনার পর বাস মালিক সমিতি নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি, বরং দুর্ব্যবহার করেছে। এ কারণে তারা সড়ক অবরোধ করতে বাধ্য হন।
পরে পুলিশ এসে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করে এবং বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ তুলে নেয়।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলুল করিম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ায় তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছে।
উল্লেখ্য, গত ১৮ জুন রোববার বরিশালের গৌরনদীতে ডলফিনের আঘাতে কলেজছাত্র তাজিম খানের মৃত্যু হয়।
