More

    কালকিনিতে ইয়াবাসহ মাদককারবারী গ্রেফতার

    অবশ্যই পরুন

    কালকিনি(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ৬০পিচ ইয়াবাসহ মোঃ উজ্জ্বল বেপারী(৪০) নামে এক কুখ্যাত চোরাকারবারি ও মাদককারবারীকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। উজ্জ্বল বেপারী পৌর এলাকার লক্ষিপুর-পখিরা গ্রামের মোঃ সিরাজ বেপারীর ছেলে। আজ সোমবার থানা পুলিশ সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। তার গ্রেফতারের খবরে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে। পুলিশ জানায় তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্টসহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সে এলাকায় একজন চিহৃিত চোরাকারবারী হিসেবে পরিচিত।
    থানার এসআই মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এসআই মোঃ মিঠু ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়কালে উজ্জ্বল বেপারীর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে হাতেনাতে ইয়াবাসহ উজ্জ্বলকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যায়।
    কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, মাদকারবারী উজ্জ্বল গোপনে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাই তাকে আমরা তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের পক্ষে অনড় স্থানীয় নেতাকর্মীরা

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে কেন্দ্রীয় সিদ্ধান্তকে কার্যত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের...