More

    চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

    অবশ্যই পরুন

    দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়।

    জাতীয় চাঁদ দেখা কমিটি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখে ২৯শে জুন পালিত হবে ঈদুল আজহা।

    রোববার সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানায়, গতকাল সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২৮ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকের দায়িত্বশীল একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ঈদুল ফিতরেও ছুটি একদিন বাড়িয়েছিল সরকার।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না: ডিএমপি

    ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশ দিয়েছে...