More

    রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

    অবশ্যই পরুন

    কাল রাসিক ভোট। বেলা ১১টার দিকে নগরীর নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভোটের সরঞ্জামাদি ভোট কেন্দ্রে পাঠানোর কার্যক্রম শুরু করেন। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করেন। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

    এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফ করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান।

    পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, বিজিবি র‌্যাব, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা ৫ স্তরের নিরাপত্তা বলয় গঠন করেছে।

    র‌্যাবের ২৫০ ও বিজিবির ১০ প্লাটুন সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার ৫১৪ পুলিশ, ১ হাজার ৯৩৫ জন আনসার সদস্য। ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট থাকবেন।

    ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬শ’ ১৪ জন কর্মকর্তা। ভোটকেন্দ্রে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। ইভিএম মেশিন রয়েছে প্রায় ১ হাজার ৭৩০টি।

    রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনের সময় কড়া নিরাপত্তা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    এদিকে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৮টি গুরুত্বপূর্ণ। মেয়র পদে প্রার্থী রয়েছেন ৪ জন। ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১২ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪৬জন মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তবে সাধারণ ওয়ার্ড ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলাদেশের বিপক্ষেও জ্বলে উঠতে প্রস্তুত কুশল মেন্ডিস

    এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ ও হংকংয়ের বিপক্ষে সম্মিলিত ১৪ রান করেন শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস। তার এমন পারফরম্যান্সে...