আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
“গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোবেল পুরষ্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা গ্রামীণ ব্যাংক শাখাসহ ৫টি শাখার ২০ হাজার সদস্যদের মাঝে ৮০ হাজার বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার একেএম ছাইদুর রহমান।
গৈলা গ্রামীণ ব্যাংক শাখার ব্যবস্থাপক নাজির আহম্মেদের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম। এসময় প্রধান অতিথি গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার একেএম ছাইদুর রহমান বলেন, প্রত্যেকে চারটি করে লাগাবো গাছ, সুস্থ্য থাকবো বারো মাস। এসময় তিনি সকল সদস্যদের প্রতি বেশি বেশি ফলজ ও বনজ গাছের চারা লাগানোর আহবান জানান।