স্টাফ রিপোর্টার: বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এর ব্যবস্থাপনা ও বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় বরিশালে দুই দিনব্যাপী বর্ণাঢ্য বিভাগীয় সাহিত্য মেলা ২০২৩’র এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ জুন মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী এই বিভাগীয় সাহিত্য মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খলিল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন, প্রধান বক্তা মহাপরিচালক বাংলা একাডেমি মুহম্মদ নুরুল হুদাসহ বরিশাল বিভাগের শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। শুরুতে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বিভাগীয় সাহিত্য মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অতিথিরা বইয়ের স্টল পরিদর্শন করেন।
