More

    কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
    মাদারীপুরের কালকিনিতে ৫২পিচ ইয়াবাসহ মোঃ সাব্বির বেপারি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক হওয়া সাব্বির উপজেলার বাংলাবাজার গ্রামের লাল মিয়া বেপারীর ছেলে। আজ বুধবার সকালে থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেনের নির্দেশনায় এসআই মোঃ মিঠু ফকির, এসআই আরিফুর রহমান ও এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে  উপজেলার মিয়ারহাট বড় ব্রিজ সংলগ্ন মোজাফর হাওলাদারের দোকানের সামনে থেকে সাব্বিরকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।।
    এ বিষয় এসআই মোঃ মিঠু ফকির কালকিনি সংবাদ প্রতিদিনে
    জানান, সাব্বির এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না: ডিএমপি

    ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না—এমন নির্দেশ দিয়েছে...