ডেস্ক রিপোর্ট: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের বিজয়ী মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের শপথ গ্রহনের তারিখ নির্ধারন হয়েছে। আগামী ৩ জুলাই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ীদের শপথ করাবেন। মঙ্গলবার (২০জুন ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৩বিধি অনুযায়ী গেজেট প্রকাশ করা হয়েছে। ওই দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ করাবেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)কে এবং কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয়া সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
এদিকে বরিশাল সিটি নির্বাচনে বিজয়ী মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতসহ নবনির্বাচিত কাউন্সিলরদের সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। নির্বাচিত এবং গেজেটভুক্ত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন: ডালিয়া পারভিন, আলমতাজ বেগম, কোহিনুর বেগম, আয়শা তৌহিদ লুনা, ইসরাত জাহান, মজিদা বোরহান, সালমা আক্তার শিলা, রেশমী বেগম, সেলিনা বেগম ও রাশিদা পারভীন।এছাড়া গেজেটভুক্ত ৩০টি ওয়ার্ড কাউন্সিলররা হলেন: আউয়াল মোল্লা, মো. মুন্না হাওলাদার, সৈয়দ হাবিবুর রহমান ফারুক, সৈয়দ শামসুদ্দোহা আবির, মো. কেফায়েত হোসেন রনি, খান মোহাম্মদ জামাল হোসেন, রফিকুল ইসলাম খোকন, মো. সেলিম হাওলাদার, সৈয়দ হুমায়ুন কবির লিংকু, মো. জয়নাল আবেদীন হাওলাদার, মজিবর রহমান, মো. আনোয়ার হোসেন রয়েল, মো. মেহেদী পারভেজ খান আবির, মো. শাকিল হোসেন পলাশ, মো. সামজিদুল কবির, সাহিন সিকদার, মো. আকতার উজ্জামান গাজী হিরু, জিয়াউল হক মাসুম, গাজী নঈমুল হোসেন লিটু, জিয়াউর রহমান বিপ্লব, শেখ সাঈদ আহমেদ মান্না, আনিসুর রহমান দুলাল, এনামুল হক বাহার, ফিরোজ আহমেদ, সুলতান মাহমুদ, মো. হুমায়ুন কবির, মো. মনিরুজ্জামান তালুকদার, মো. হুমায়ুন কবির, মো. ইমরান মোল্লা ও মো. খায়রুল মামুন।
