More

    দূর্ঘটনা নয়-বরিশাল কলেজ’র ছাত্র আলভী হত্যাকান্ডের শিকার দাবি সহপাঠিদের

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: বরিশাল কলেজ’র ছাত্র আলভী হত্যার বিচারের দাবিতে সহপাঠিরা আজ ২২ জুন বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে মানববন্ধন করেছেন।

    নিহত তাজিম আহম্মেদ আলভী সরকারি বরিশাল কলেজ’র ছাত্র । গত ১৮ জুন গৌরনদী থেকে বরিশালে ফেরার পথে “ডলফিন” নামের একটি বাস তাকে পিছন দিয়ে ধাক্কা দেয়। গুরুতর আহত আলভীকে স্থানীয়রা চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

    মানববনন্ধনে অংশ নিয়ে নিহত তাজিমের কলেজের সহপাঠি শিক্ষার্থী ও বন্ধুরা এই দূর্ঘটনাকে “হাত্যাকান্ড “বলে দাবি করেন।
    ঘাতক বাসের চালককের দ্রুত বিচার কারার দাবি জানায়।

    মানবন্ধনে অংশনেয়া শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি কিভাবে দিনের পর দিন সড়কে ছাত্রদের হত্যা করা হয়। কিন্তু নিরাপদ সড়ক আইন পাশের পরও তার বাস্তব কোন প্রয়োগ নেই। কিছুদিন আগেও আমরা দেখেছি উন্নয়নের নামে ছাত্র হত্যা করা হচ্ছে। ফ্লাই ওভার কাজ চলছে কিন্তু জনজীবনের নিরাপত্ত ছাড়াই, এই নিরাপত্তাহীনতার কারনের উপর থেকে রড পরে সরাসরি মাথায় ঢুকে যায় এবং সেখানেই স্কুল ছাত্র মারা যায়। এগুলা কি দুর্ঘটনা? নাকি হত্যা? আমরা বলি এগুলা হত্যাকাণ্ড। আজকে সরকার ছাত্র হত্যার নাম দিয়েছে উন্নয়ন।

    ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২র শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধ পরবর্তী সময়ে ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সহ গণ মানুষের মুক্তির জন্য ছাত্র সমাজ লড়েছে তাদের জীবন দিয়েছে। আজকে আমার ভাই হত্যা হয়েছে এর বিচার যদি না করা হয় তবে আজকে শুধু বরিশাল কলেজের শিক্ষার্থী কিংবা গুটি কয়েক শিক্ষার্থী নয় আরো বড় পরিসরে পুরো বরিশাল কিংবা পুরো বাংলাদেশ বন্ধ করে দেবো আন্দোলন তৈরি করে। এখানে দাঁড়ানো প্রত্যাক ছাত্রই তাজিম। আমরাও নিরাপদ বাংলাদেশ, নিরাপদ সড়কের জন্য জীবন দিতে প্রস্তুত। তাই নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের মত তুলে নিয়ে গিয়া ভয় দেখাবেন সেই ভয় আমরা পাই না। আমার ভাইয়ের হত্যার বিচার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দরকার হলে ছাত্র সমাজ রাজপথ দখন নেবে। ছাত্রদের বুকের তাজা রক্তে সকল অন্যায় অবিচার ধংস হয়ে যাবে।

    মানববন্ধন কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাজিম কে ধাক্কা দেওয়া ডলফিন পরিবহনের বাস চালকের শাস্তি ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি ও সারাদেশে সড়ক দুর্ঘটনায় রাষ্ট্রীয় অবকাঠামোর সুবিন্যাস্ত করনের দাবি করা হয় । কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী জান্নাতুল নিপু, রাইদুল ইসলাম সাকিব, সাজ্জাদ ও জান্নাতুল ফেরদৌস জেবা প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের...