More

    কয়লা এসেছে ‘পায়রায়’ উৎপাদন পুনরায় শুরু

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: অবশেষে পায়রায়  এসেছে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা। ‘এমভি এ্যাথেনা’ নামের একটি জাহাজ কয়লা বহন করে নিয়ে আসে। বৃহস্পতিবার (২২ জুন) রাতে জাহাজটি পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করে নোঙর করেছে। ২০০ মিটার দীর্ঘ এবং ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ জাহাজটির ড্রাফ্ট ১০মিটার।
    আজ কিংবা কালকের মধ্যে এ কয়লা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস হওয়ার কথা রয়েছে। পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন এ তথ্য।

    জাহাজটি এসেছে ইন্দোনেশিয়ার বালিকপানান শহর থেকে। এটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী। কয়লা আসার কারণে ফের দুই তিন দিনের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টিরা।

    চলতি বছরের ৫ জুন ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর কিছু দিন আগে বন্ধ হয় প্রথম ইউনিট।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজাপুরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা, মিলন মেলার ঘোষণা

    মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে সমাজসেবামূলক কার্যক্রম জোরদারের...