More

    শনিবার বরিশালে বিএনপির তারুণ্যের ও আ.লীগের শান্তি সমাবেশ

    অবশ্যই পরুন

    আগামীকাল শনিবার (২৪ জুন) বরিশালে মাত্র আধা কিলোমিটারের মধ্যে বিএনপির ‘তরুণ্য সম্বেষ’ ও আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। প্রধান দুই রাজনৈতিক দলের এ ধরনের কর্মসূচি বরিশাল নগরীজুড়ে উত্তেজনা ছড়াবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে দুই পক্ষের কর্মসূচি চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শনিবার বরিশাল নগরীর ব্যান্ড রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    যুবদলের এই সমাবেশকে সফল করতে শুক্রবার (২৩ জুন) বিকেলে শগিদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির যুবদল, স্বচ্ছসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

    সংবাদ সম্মেলনে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, তিনটি যুব সংগঠনের উদ্যোগে দেশের ছয়টি বিভাগীয় শহরে যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় তারা মাঠে নেমেছে। আগামী দিনে বাংলাদেশ যাতে বসবাসযোগ্য হয় এবং সবাই সমান অধিকার পায় সেই লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে।

    তিনি আরও বলেন, জনগণের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই গণতন্ত্র ও দেশের কথা চিন্তা করে তরুণ-তরুণী সমাজ জেগে উঠবে এবং সমাবেশে যোগ দেবে।

    যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি জাকির হোসেন নান্নু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল প্রমুখ। , বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হাসান প্রমুখ।

    এদিকে বৃহস্পতিবার বরিশালে আসেন বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। গতকাল কালীবাড়ী রোডস্থ বাসস্টেশনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি আগামী ২৪ জুন নগর ভবনের সামনে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ করার ঘোষণা দেন।

    আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিকেলের জনসভায় তিনি শনিবার বিকেলে শান্তি সমাবেশের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

    এদিকে বঙ্গবন্ধু উদ্যান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে নগর ভবনে দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন নগরবাসী।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। উভয় পক্ষের সমাবেশে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। ব্যাঘাত ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই...