More

    ঝালকাঠি জেলা সরকারি গ্রন্থগারটির চরম ঝুকির মধ্যে রয়েছে

    অবশ্যই পরুন

    ঝালকাঠির জেলা সরকারি গণগ্রন্থাগারটি চরম ঝুকির মধ্যে রয়েছে। প্রায় ৩ মাস যাবৎ প্রতিষ্ঠানটি পানিবন্ধি হয়ে রয়েছে। লাইব্রেরীতে যাতায়াতের পথে পানি থাকায় পাঠকদের অসুবিধে হচ্ছে।

    শহরের কলেজ রোডস্থ এই প্রতিষ্ঠানটি মূল সড়ক থেকে দেড় ফুট নিচে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানিতে নিমজ্জিত হয়ে পরে। লাইব্রেরী পক্ষ থেকে সমস্যা সমাধানে রড় আকারের বরাদ্ধ চাওয়া হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে মাত্র নব্বই হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এই অর্থ দিয়ে পাঠকদের লাইব্রেরীতে যাতায়াতের জন্য পায়ে চলা ১ফুট প্রস্থ ফুটপাতের ন্যায় উচু করে নির্মাণ করা হয়।

    গ্রন্থগারের পক্ষ থেকে জানানো হয়েছে এই গ্রন্থগারের উত্তর ও পূর্ব দিকে গণপূর্ত বিভাগের বিশাল জলধার রয়েছে। রর্ষাকালে জলাধারটি পানিতে পূর্ণ হয়ে গ্রন্থগারে চারপাশ নিমজ্জিত থাকে। গণপূর্ত বিভাগ গ্রন্থগারের চারপাশে প্যালা সাইটিং পিলার বসিয়ে পাইলিং করেছে। ওয়াল না থাকায় পানি গ্রন্থগারের চারিপাশে প্রবেশ করে।

    জলধারে মাছ চাষ প্রকল্প থাকায় পাইলিং এলকার মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। শুধুমাত্র খড়া মৌসুমে জলাধারের পানি কম থাকায় গণগ্রন্থগারের পাঠকরা ও কর্মকর্ত এবং কর্মচারীরা মূল সড়ক থেকে প্রবেশপথ যানবাহন নিয়ে ব্যবহার করতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...