More

    ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা

    অবশ্যই পরুন

    আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে চামড়ার নতুন মজুত গত বছরের তুলনায় তিন টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ঢাকায় প্রতি বর্গফুট লবণাক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা।

    রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত নতুন দাম ঘোষণা করেন।

    ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা। গত বছর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা।

    ঢাকায় খাসি চামড়ার দাম প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং ছাগলের চামড়া ১২ টাকা থেকে ১৪ টাকা। ঢাকা ও ঢাকার বাইরে ছাগল ও ছাগলের চামড়ার দাম একই থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

    উল্লেখ্য, গত বছর লবণযুক্ত গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা, ঢাকার বাইরে গরুর চামড়া ৪০ থেকে ৪৪ টাকা, খাসি চামড়া ১৮ থেকে ২০ টাকা, ছাগলের চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করেন ৪ শতাধিক শিক্ষার্থী

    পটুয়াখালীর মহিপুরের মুসুল্লীয়াবাদ এ কে মাধ্যমিক বিদ্যালয় ১৯৭০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।...