আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সভাপতির মা ও ছেলের মৃত্যুতে বিদ্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী রিয়াজ আহম্মেদের মা রহিমা বেগম (৬৮) বার্ধক্য জনিত কারনে গত ৬ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর একদিন পর ৭ জুন কাজী রিয়াজ আহম্মেদের বড় ছেলে ঢাকা ডেমরা সামছুল হক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির মেধাবী ছাত্র কাজী নাফিজ আহম্মেদ আকষ্মিক মৃত্যুবরন করেন। এ ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। শনিবার বিকেলে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকারের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সায়ান আহম্মেদ, আব্দুল মজিদ শাহ্, সাব রেজিস্টার কাজী রুহুল আমীন, কাজী নজরুল ইসলাম, সাবেক শিক্ষক মাখন লাল সরকার, ম্যানেজিং কমিটির সদস্য বাসন্তি হালদার ও শিক্ষক চিত্ত রঞ্জন বাড়ৈ।
শোক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী রিয়াজ আহম্মেদের পিতা কাজী ফরহাদ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্কুলের কর্মচারী ও এলাকাবাসী। শোক সভা শেষে কাজী রিয়াজ আহম্মেদের মা রহিমা বেগম ও তার ছেলে কাজী নাফিজ আহম্মেদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান।