More

    গৌরনদীতে লাশবাহী এম্বুলেন্স থেকে বিপুল গাঁজা উদ্ধার

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: মাদক পাচারের অভিনব একটি পন্থা ধরা পড়েছে বরিশালের গোয়েন্দা পুলিশের জালে। এবার লাশবাহী একটি ফ্রিজার কার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গৌরনদী উপজেলার বার্থী বাস স্ট্যান্ড থেকে পুলিশ অভিযান চালিয়ে ওই গাড়ি থেকে গাঁজা জব্দ করে। আটক করা হয় ২জনকে।

    যাদের আটক করা হয়েছে তারা হচ্ছেন- ফেনীর সোনাগাজি উপজেলার উত্তর চরককান্দি গ্রামের সান্তনুর পুত্র চালক সাগর বাবু (২৭) এবং একই এলাকার ফারুক হোসেনের ছেলে আবদুল্লাহ আল রাফি (২২)। গৌরনদী সার্কেল এএসপি শারমিন সুলতানা রাখি জানিয়েছেন আটককৃতরা মাদক কারবার ও পাচারের সাথে জড়িত।

    জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর কাজী ওবায়দুল জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বার্থী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ফেনী থেকে বরিশালের উদ্দেশ্যে আসা একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে এর ভেতর যেখানে লাশ রাখা হয় সেখানে গাঁজার বড় একটি চালান পাওয়া যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...