More

    আগৈলঝাড়ায় ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৩ হাজার ২শত ৩৫ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের আয়োজনে গতকাল সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ চত্বরে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    চাল বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদারসহ প্রমুখ। ঈদুল আযহা উপলক্ষে বাকাল ইউনিয়নে ২৭০৭ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, ২০২২—২০২৩ অর্থ বছরে পবিত্র ঈদুল আযহা পালনের জন্য অতি দরিদ্র ও দুঃস্থদের মাঝে ঈদ সহায়তা প্রদান করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে ১৩ হাজার ২শ ৩৫টি দুঃস্থ পরিবারের জন্য ১০ কেজি হারে ১৩২ মেট্টিক টন বিশেষ ভিজিএফ চাল বরাদ্দ করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...