More

    বিশ্বকাপের সূচি ঘোষণা, বাংলাদেশের খেলা কবে

    অবশ্যই পরুন

    দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে। আগামী ৫ অক্টোবর ভারতে বসবে বিশ্বকাপের ১৩তম আসর। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ধর্মশালায়।

    ভারত প্রথমবারের মতো একা বিশ্বকাপ আয়োজন করছে। দশটি দল অংশ নেবে। দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ধরমশালা, চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল ফাইনালে উঠবে। ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মাঠ তৈরি হবে।

    আইসিসি ওডিআই সুপার লিগে অংশগ্রহণকারী ১৩ টি দলের মধ্যে আয়োজক ভারত সহ আটটি দল ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে তাদের টিকিট বুক করেছে। বাকি দুই দল আসবে জিম্বাবুয়েতে চলমান বিশ্বকাপ বাছাইপর্বের পর।

    ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে যুবলীগ সভাপতি ভোলা গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেফতার করেছে...