More

    কালকিনিতে সৌদির সাথে মিল রেখে ঈদুল আযহা উদযাপন

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ প্রচন্ড মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে মাদারীপুরের কালকিনিতে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডার চর খানকাহে সুরেশ্বরী জামে মসজিদে বুধবার সকালে মাওলানা সৈয়দ মোঃ মুকসুদ মিয়ার ইমামতিতে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। বেলা ১১ টার সময় উক্ত ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয়। এ ঈদের জামায়াতে প্রায় দেড় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
    সরেজমিন সূত্রে জানাগেছে, প্রতিবছরের ন্যায় এবারো সুরেশ্বরের ভক্তরা ওই এলাকায় সৌদির সাথে মিল রেখে ঈদুল আযহা পালন করেন। ঈদুল আযহারের নামাজ শেষে সুরেশ্বরের শত শত ভক্তরা আল্লাহের নামে পশু কোরবানি করেছেন। তারা অধিক সোয়াবের আশায় পশুর গোস্ত সমান ভাগ করে পাড়া-প্রতিবেশী, আত্নীয়-স্বজন ও এতিম মিশকিনদের মাঝে বিতরণ করেন।
    সুরেশ্বরের ভক্ত মোসলেম ও করিম জানান, আমরা বাংলাদেশের সাথে একযোগে ঈদুল ফিতর বা ঈদুল আযহা পালন করিনা। আমরা সবসময় সৌদির সাথে মিল রেখে দু’টো ঈদ পালন করে আসছি।
    এ ব্যাপারে সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান মুরাদ সরদার জানান,সুরেশ্বরের মুরিদরা তারা তাদের অনুসারিদের নিয়ে ভিন্নভাবে ঈদ পালন করে আসছেন। সৌদির সময় মিল রেখে তারা ঈদ উদযাপন করে আসছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...