কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে খোকন মুন্সি নামে এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পুলিশের কাছ থেকে হাতকড়া অবস্থায় পালিয়েছে। পলায়ন হওয়া খোকন মুন্সি উপজেলার পূর্বমাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে। আজ (০১ জুলাই শনিবার) দুপুরে ডাসারের ইটভাটা এলাকার পাশে থেকে পুলিশের হাত ছিটকে সে পালিয়ে যায়।
এলাকাকাবাসী ও পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি হাসানুজ্জামানের নির্দেশনায় এসআই সুশীল অভিযান চালিয়ে একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী খোকন মুন্সিকে পলাতক অবস্থায় গ্রেফতার করেন। তাকে গ্রেফতার শেষে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের হাত থেকে ছিটকে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানা পুলিশের একটি বিশেষ টিম খোকন মুন্সিকে পুনরায় গ্রেফতার করার জন্য জোড় অভিযান অব্যাহত রাখে।