ডেস্ক রিপোর্ট: ঝালকাঠীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছেন ৪ শ্রমিক। অন্যদিকে নিখোঁজ রয়েছেন জাহাজের ৫শ্রমিক। আজ দুপুরে ঝালকাঠীর সুগন্ধা নদীতে তেল খালাসের অপেক্ষায় থাকা জাহাজ এমভি নন্দিনী-২ এ ঘটনা ঘটেছে।
যার দগ্ধ হয়েছেন তাদের মধ্যে দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে জাহাজটির পেছনের অংশ পুরোটাই উড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করেছে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। ঝালকাঠি সদর, রাজাপুর,নলছিটি ও বরিশাল সদরের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জাহাজে গ্যাস সিলিন্ডার বা ইঞ্জিন বিস্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই রুমে আগুন লেগে যায়। এতে জাহাজের ৯ স্টাফের মধ্যে চারজন শ্রমিক দগ্ধ হন।
দগ্ধরা হলেন- জাহাজের স্টাফ শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।