More

    আগৈলঝাড়ায় ব্রীজের মাঝে গর্ত হয়ে চলাচলে চরম দুর্ভোগ

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড়ইতলা—গৈলা সড়কের একটি ব্রীজের মাঝে গর্ত হয়ে রড বের হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন ওই ব্রীজ দিয়ে শতশত লোকজন চলাচল করতে গিয়ে দুঘর্টনার স্বীকার হচ্ছে। উপজেলা এলজিইডি বিভাগ ও ইউনিয়ন পরিষদ থেকে ব্রীজের ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা—বড়ইতলা সড়কের বড়ইতলা গ্রামে পাঁচ বছর পূর্বে একটি ঢালাই আয়রন ব্রীজ নির্মাণ করা হয়েছিল।

    তখনই ব্রীজের নির্মাণ কাজ ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের খোয়াসহ মালামাল দিয়ে ঢালাই দিয়েছিলেন বলে জানান স্থানীয়রা। যার কারনে গত ৪ বছর পূর্বেই ওই ব্রীজের গোড়ায় ভেঙ্গে রড বের হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তের কারনে ওই ব্রীজ দিয়ে যানবাহন যাত্রী না নামিয়ে চলাচল করতে পারছে না। মাঝে মধ্যে ব্রীজ দিয়ে মরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীরা। ওই ব্রীজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত লোকজন চলাচল করছে।

    প্রতিদিনই রাতে ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারন লোকজন। এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবতীর্ জানান, চলতি অর্থ বছর শেষ হয়েছে। বরাদ্দ নেই। তারপরেও ব্রীজটি দেখে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...