More

    আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মা—ছেলে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের তন্ময় সিকদার ও প্রতিবেশী আনন্দ হালদারের ছেলে সুজন হালদার একই বাড়ির প্রেমানন্দ হালদারের ছেলে হৃদয় হালদারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে।

    বিরোধের কারণে রোববার রাতে পরিকল্পিত ভাবে সুজন ও হৃদয় সুজনের বাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় তাদের প্রতিরোধ করতে আসলে সুজন ও মা বিভা রানী সিকদারকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত মা— ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...