More

    আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় প্রতিপক্ষের হামলায় মা—ছেলে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের তন্ময় সিকদার ও প্রতিবেশী আনন্দ হালদারের ছেলে সুজন হালদার একই বাড়ির প্রেমানন্দ হালদারের ছেলে হৃদয় হালদারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে।

    বিরোধের কারণে রোববার রাতে পরিকল্পিত ভাবে সুজন ও হৃদয় সুজনের বাড়িতে ঢুকে হামলা চালায়। এসময় তাদের প্রতিরোধ করতে আসলে সুজন ও মা বিভা রানী সিকদারকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত মা— ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    একাধিকবার সংবাদ প্রকাশের পরও নীরব কর্তৃপক্ষ, বহাল দুর্নীতির বরপুত্র নাজির

    নিজস্ব প্রতিবেদক : অনিয়ম-দুর্নীতির পাহাড়সম অভিযোগের ভিত্তিতে জাতীয় দৈনিক ও স্থানীয় একাধিক পত্রিকায় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির তৌহিদুর...