মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদে একটি ড্রেজার (বাল্কহেড থেকে বালু আনলোডার) ডুবে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহারিয়া এলাকার আফজাল হোসেনের ছেলে ইছা(২২),রংপুরের কাউনিয়া এলাকার মো. ফজলু মিয়ার ছেলে একরামুল(২১) এবং ভোলা জেলার দুবলার হাট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন(৪৫)।
নিহতরা বাল্কহেড থেকে ড্রেজার দ্বারা বালু অানলোড করার কাজের শ্রমিক ছিলেন। সোমবার(১০ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দূর্ঘটনা ঘটে। জানা গেছে,আড়িয়াল খাঁ নদের খননকাজের বঙ্গ কোম্পানি লি: এর বালু বাল্কহেড থেকে নদের পাড়ে আনলোড করার কাজে ব্যবহৃত হতো দূর্ঘটনা কবলিত ড্রেজারটি। সোমবার দুপুরে ড্রেজারটি নদের পাড়ে নোঙর করা ছিল। এসময় বালুবোঝাই একটি বাল্কহেড এসে ড্রেজারটিতে ধাক্কা দিলে তাৎক্ষনাৎ ড্রেজারটি ডুবে যায়। এসময় ড্রেজারটিতে পাঁচজন শ্রমিক ছিল। তাদের মধ্যে নিহত তিনজন ড্রেজারের কেবিনরুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় মো. শহিদ নামের এক ব্যক্তি বলেন,’অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্ন স্থান থেকে খননকরা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট ড্রেজার দিয়ে আনলোড করে। সোমবার দুপুরের দিকে বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি নদীর পাড়েই ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ড্রেজারের কেবিন থেকে তিনজনকে মৃত অবস্থায় বের করে অন্য শ্রমিক ও স্থানীয়রা।’
নিহত ইকরামুলের ভাই দেলোয়ার বলেন,আমি ঘটনাস্থলের একটু দুরে কাজ করতে ছিলাম।এই ড্রেজারে যে তৈল দেয়, সে আমাকে ফোন যে ড্রেজার ডুবে গেছে।তখন আমি ঘটনাস্থলে এসে দেখি এটি ডুবে গেছে।আমার ভাইসহ আমাদের দলে কাজ করা আরো দুইজন মারা গেছে।আমরা মোট ৭ জন এখানে প্রায় ৬ মাস ধরে কাজ করি। উপজেলার কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন,’ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ড্রেজারটিতে তিনজন লোক আটকা পড়েছিলেন। স্থানীয় ডুবুরীদের মাধ্যমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’