More

    কলাপাড়া—কুয়াকাটা সড়কের ১১ কিলোমিটার অংশের পূর্ণাঙ্গভাবে সংস্কারের কাজ নয় বছর পরে উদ্যোগ

    অবশ্যই পরুন

    অবশেষে প্রায় নয় বছর পরে কলাপাড়া—কুয়াকাটা সড়কের পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার অংশের পুর্ণাঙ্গভাবে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আদালতের মামলার জটিলতার অবসান হওয়ায় সড়ক ও জনপদ বিভাগ পটুয়াখালী আগামি দু—এক মাসের মধ্যে সড়কটির ১১ কিলোমিটার অংশের সংস্কারের কাজ শুরু করবে। সড়কটি পুর্ণাঙ্গভাবে টেন্ডার দিয়ে মেরামতের জন্য ১৭ কোটি টাকার প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

    খুলনার ঠিকাদারি প্রতিষ্ঠান রূপসা ইঞ্জিরিয়াসং লিমিটেড এর ২০১৪ সালের দায়ের করা হাইকোর্টের রিটে ২২ কিমি সড়কের ১১ কিমি অংশের সংস্কার কাজে নিষেধাজ্ঞা আরোপ করেন। সম্প্রতি হাইকোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় সড়কটি টেন্ডার দিয়ে সংস্কারের বাধা অপসারন হয়। জানা গেছে, ২০০৯—২০১৪ অর্থ বছরে এ সড়কের পাখিমারা থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার অংশের উন্নয়ন কাজ করে ‘রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। তখন ব্যয়—বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। ওই কাজ মানসম্মত না হওয়ায় তখন ঠিকাদারের বিল আটকে দেয় সওজ কর্তৃপক্ষ। প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এ নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে দুটি দল তদন্ত করেন।

    তদন্তকারী দলের পক্ষ থেকেও কাজের গুনগত মান ভাল হয়নি বলে প্রতিবেদন দেয়া হয়। নিম্নমানের কাজ করায় সওজ বিভাগ আট কোটি টাকার বিল আটকে দেয়। পরিশোধ করে ১২ কোটি টাকা। এর প্রেক্ষিতে রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর প্রতিনিধি রাশেদুল ইসলাম চুড়ান্ত বিল দাবি করে ২০১৪ সালে হাইকোর্টে রিট করেন। আদালত মামলার প্রেক্ষিতে ১১ কিমি সড়কের ওপর সংস্কার কাজে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। যার ফলে গত নয় বছর ধরে সংস্কার বিহীন অবস্থায় পড়ে আছে এ অংশের সড়কটি। তবে বিভাগীয় উদ্যোগে জোড়াতালি দিয়ে কোনমতে মহাসড়কটি পর্যটকের স্বার্থে সচল রাখা হয়।

    বর্তমানে সড়কটিতে ছোট—বড় খানা খন্দে একাকার হয়ে আছে। যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। দীর্ঘ নয় বছরে সড়কটির ১১ কিমি যানবাহন চলাচলের অনেকটা অনুপযোগী হয়ে গেছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে পুর্নাঙ্গভাবে টেন্ডার দিয়ে মেরামত করা সম্ভব হয়নি। সম্প্রতি আদালত নিধেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। সড়ক ও জনপদ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী এ এম আতিকুল্লাহ গণমাধ্যমকে জানান, সম্প্রতি আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় টেন্ডার দিয়ে পুর্ণাঙ্গভাবে কলাপাড়া—পটুয়াখালী ২২ কিলোমিটার সড়কের ১১ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য উর্ধতন র্কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আগামি দু’এক মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...