More

    পুলিশের হাত থেকে উধাও হওয়া কিশোর ৪ ঘন্টা পর আটক

    অবশ্যই পরুন

    বরগুনার বামনা উপজেলার থেকে সংশোধনাগারে নেবার সময় তুলাতলা থেকে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া এক কিশোরকে ৪ ঘন্টা পর আবার গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টা ৪০ মিনিটে সংশোধনাগারে নেওয়ার পথে পুলিশ হেফাজত থেকে এক কিশোর পালিয়ে গেছে। খুলনাগামী বিআরটিসি বাস থেকে পালিয়ে যান তিনি।

    এর আগে সকাল ৬টা ৪০ মিনিটে বরগুনার দুই পুলিশ গ্রেফতার দুই কিশোর আসামিকে নিয়ে বরগুনা জেলা কারাগার থেকে বিআরটিসি বাসে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে (কারাগার) নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। পলাতক আসামির নাম মাহামুদ (১৬) ও জনি (১৬) স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ জুলাই) সকালে বিআরটিসি বাসে করে মাহামুদ ও জনি কে নিয়ে যশোর রওনা হন বরগুনা পুলিশের এসআই মাহাবুব ও পুলিশ সদস্যরা। পথে বামনার তুলাতলা গাড়ির জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যান মাহামুদ।

    এ সময় পুলিশ সদস্যরা লাফিয়ে পরে তাকে ধরার চেষ্টা করেও তাকে ধরতে পারেননি। খবর পেয়ে বামনা থানা পুলিশের একটি দল আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। প্রত্যক্ষদর্শী নিজাম বলেন, আসামি দৌড়ে পালিয়ে যাচ্ছে এমনটা দেখে আমিও পেছনে পেছনে দৌড়াই। সাঁতরে খাল পার হয়েও তাকে ধরতে পারিনি। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম বলেন, আসামি পালিয়ে যাওয়ার খবর পেয়ে ওই এলাকায় থানার একদল পুলিশ পাঠিয়েছি। আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (৯ জুলাই) বরগুনার বামনা উপজেলার নিজামতলী এলাকায় অভিযান চালিয়ে মাহামুদ ও জনি কে গ্রেফতার করা হয়। তাদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বরগুনা কোর্টে পাঠানো হয়েছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...