বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত প্রাণি সম্পদ কৃত্রিম প্রজনন কেন্দ্রের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে একজনকে জরিমানা করা হয়েছে। ১৯৬১ সাল থেকে উপজেলার গৈলা রথখোলা নামকস্থানে সরকারি ভাবে একটি পরিত্যক্ত দ্বিতল ভবনে প্রতিষ্ঠিত হয় উত্তর বরিশালের এ কৃত্রিম প্রজনন কেন্দ্রটি।
স্থানীয়ভাবে জানা গেছে, কৃত্রিম প্রজনন কেন্দ্রটি ১ একর ৩২ শতাংশ জায়গা নিয়ে তৈরি। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালীরা দখল করে নেয়ায় বর্তমানে জায়গার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০ শতাংশে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার গৈলায় অবস্থিত প্রাণি সম্পদ কৃত্রিম প্রজনন কেন্দ্রের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগে সেরাল গ্রামের মৃত বখতিয়ার খানের স্ত্রী খোদেজা বেগমকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন।
অনতিবিলম্বে সরকারি সম্পত্তি দখলমুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে এলাকার জনসাধারণ। অবৈধ দখলদার খোদেজা বেগমের ছেলে সিরাজ সরদার জানান, আমি ৭ শতাংশ জায়গা স্থানীয় জসিম মোল্লার কাছ থেকে ২৫ বছর আগে কিনেছি। আমার জায়গার সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন জানান, সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করার জন্য বলা হলেও তারা তাতে কোন কর্নপাত করেনি। তাই তাদেরকে কাজ করার অপরাধে জরিমানা করা হয়েছে। তাদের জায়গার কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় উপস্থিত ছিলেন, পেশকার সোহেল আমিন, এসআই শফিউল, তহশিলদার রেজাউল ইসলাম প্রমুখ।