পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেল ছয়টার দিকে কলাপাড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। এসময় অনেকের হাতে ঝাড়– দেখা গেছে। কলাপাড়া উপজেলা ছাত্রলীগ, পৌরছাত্র লীগ ও এমবি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা এবং আধাঘন্টার মধ্যে স্থগিত করার ঘটনায় এই বিক্ষোভ মিছিল করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন, ফয়জুল ইসলাম আশিক তালুকদার, আসাদুজ্জামান হিরন, হাসানুজ্জামান অমি, জসিম উদ্দিন জিতুসহ নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান স্থগিত কমিটিতে বিএনপি,অছাত্র, বিবাহিতরা রয়েছে বলে অভিযোগ করেন। এসময় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অপসারণ দাবি করা হয়।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের ১০ জুলাই স্বাক্ষরিত কলাপাড়া উপজেলা, পৌর ও এমবি কলেজ শাখা ছাত্রলীগের তিনটি নবগঠিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাতে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। যেখানে হাসিবুল হাসান সভাপতি এবং তারিকুল ইসলাম ওরফে বাবু তালুকদার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক করা হয়েছে। আধাঘন্টা পরে আবার কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপে ওই তিন কমিটি স্থগিতের একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।
এরপরই ছাত্রলীগের ইতোপূর্বেকার কমিটির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদারের ফেসবুক আইডি থেকে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি সংবলিত একটি পোস্ট দেয়া হয়েছে। যেখানে টাকা লেনদেন বিষয়ে কথপোকথনের বিষয় শোনা গেছে। এ ব্যাপারে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে এসব করা হচ্ছে। কলাপাড়ায় ছাত্রলীগের কমিটি গঠনে কোন ধরনের অনিয়ম করা হয়নি।স্থগিত কমিটি যথাযথভাবে করা হয়েছে। আর্থিক লেনদেনের বিষয়টি সম্পুর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।