More

    যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মুত্যুবার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া—মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের তৃতীয় মুত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বজন সমাবেশের আয়োজনে আগৈলঝাড়া প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরন সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুণ রানা, সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাবেক সাধারন সম্পাদক শামীমুল ইসলাম শামীম, যুগ্ন—সাধারন সম্পাদক ওমর আলী সানী, প্রচার সম্পাদক নাজমুল রিপন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য স্বপন দাস, পলাশ দত্ত, বরুন কুমার বাড়ৈ, মনিরুজ্জামান মনিরসহ প্রমুখ।

    পরে তার স্মরনে দোয়া ও মোনজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম হাফেজ আব্দুল রহমান। স্মরন সভায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম’র কর্মময় জীবনের উপর আলোচনা করা হয়। উল্লেখ্য, ২০২০ সালের ১৩ জুলাই ঢাকার এভারকেয়ার হাসপাতালে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...