যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও কিংবদন্তি শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম এর তৃতীয় মৃত্যু বর্ষিকী উপলক্ষে কলাপাড়া স্বজন সমাবেশের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে দোয়া—মিলাদ ও স্বরণ সভার আয়োজন করা হয়েছে।
যুগান্তর কলাপাড়া প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা অমল মুখাজীর্’র সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় স্বরণ সভায় মরহুম নুরুল ইসলাম এর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ূন কবীর, সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলম, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, প্রবীন সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডল, জসীম পারভেজ, রিপোটার্র্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, বর্তমান সভাপতি হারুন আর রশিদ মুক্তা, সাবেক সাধারন সম্পাদক রাসেল মোল্লা, ওমর ফারুক, ইমন আল হাসান প্রমূখ।
বক্তারা বলেন, দেশপ্রেমিক শিল্পোদ্যোক্তা এ মানুষটি রেখে গেছেন ৪১ প্রতিষ্ঠান শেখানে লাখ লাখ মানুষের কর্ম সংস্থান করে গেছেন । মানুষের দোয়ায় তিনি পরপারে ভাল আছেন বলে তাদের বিশ্বাস। সভার শুরুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দাড়িঁয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো: ফোরকানুল ইসলাম।