More

    ঝালকাঠিতে মাদক আইনের মামলায় শাহিন আলম বায়েজিদের ১০ বছরের সশ্রম কারাদন্ড

    অবশ্যই পরুন

    ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় মোঃ শাহিন আলম বায়েজিদ (৩২) কে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের দন্ডাদেশ প্রদান করেছেন।

    বৃহস্পতিবার সকালে আসামীর উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওলিউল ইসলাম এই রায় প্রদান করেন। মোঃ শাহিন আলম বায়েজিদ (৩২) ঝালকাঠি নলছিটির ৪নং ওয়ার্ডের আব্দুল হালিম খলিফার পুত্র।

    ২০২২ সালে ১ জুলাই ঝালকাঠির একটি গোয়েন্দা টিমের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ নলছিটি গার্লস স্কুলের গেটের সামনে শাহিনকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডিবির এসআই মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করে এবং একই প্রতিষ্ঠানে পরিদর্শক মেহেদী হাসান ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে। সরকার পক্ষে পিপি আব্দুল মান্নান রসুল ও আসামীপক্ষে এ্যাড. তরিকুল ইসলাম মামলা পরিচালনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

    রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট; ঘটনাস্থলে যাচ্ছে আরও ৮টি ইউনিট। মঙ্গলবার...