ঝালকাঠির প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাছাইকৃত স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। সাইক্লোজি সাপোর্ট প্রোগ্রামের আওতায় সাইক্লোজি প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ২৫জন অংশগ্রহণ করছে।
মঙ্গলবার প্রশিক্ষন শুরু হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৩টায় এই প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানের সভাপত্বি করেন জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্নার । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সহ—সভাপতি মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, জেলা ইউনিটের লেবেল অফিসার ইকবাল মাহমুদ ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।
অন্যদের মধ্যে প্রশিক্ষক সিমা আক্তার বক্তব্য রাখেন। প্রশিক্ষক ফারজানা আক্তার মিম ও শফিকুল ইসলামসহ ৩ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। সাইক্লোজি বিষয়ক অনুশীলন, সেইভ রেফারেন্স ইভুয়েলশন এন্ড ওয়েফরওয়ার্ড, ডিসট্রেসিং ইভেন্ট ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ হয়। প্রশিক্ষনার্থীদের মধ্যে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেদায়েতুল ইসলাম মেঘনা খান, তারিন সাদ্দাম হোসেন। রাকিব হাওলাদার, তামিম হোসেন, সজল দেবনাথ ও শাহরিয়ার পাপন।