ঝালকাঠি সদর উপজেলায় পোনাবালিয়া ইউপি নির্বাচনের জন্য লেবেল প্লেইনফিল্ড ও বিশেষ নিরাপত্তা বাস্তবায়নের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী মুক্তিযোদ্ধা ওয়ারেচ আলী খান। শুক্রবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেছেন। আগামী ১৭ জুলাই এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১২ হাজার ৯৪২জন ভোটার রয়েছে। চেয়ারম্যান পদে ওয়ারিচ আলী খানের সাথে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত ফারুক হোসেন, সংরক্ষিত পদে ৬ ও সাধারণ ৯টি পদে ২৩জন প্রার্থী রয়েছে।
সংবাদ সম্মেলনে দাবী করা হয়েছে, ৭দিনের মধ্যে বাস্তবায়নের সময় দিয়ে গত ২৬ জুন নির্বাচন কমিশনে মুক্তিযোদ্ধা ওয়ারেচ আলী খান পরামর্শমূলক একটি আবেদন করেছেন এবং তাতে নির্বাচন বিধি—৩০ ধারা মতে সার্বিক পরিস্থিতি পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন যেকোন সিদ্ধান্ত নিতে পারেন এবং গত বিশেষ নিরাপত্তা চেয়ে ৩ দিনের মধ্যে বাস্তবায়নের দাবী করে আরও একটি আবেদন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হয়েছিল কিন্তু এর কোন বাস্তব পদক্ষেপ গ্রহণ না করায় ওয়ারেচ আলী খান হাইকোর্টে এই ২টি আবেদনের ক্ষেত্রে রিট কার্যকর করার জন্য হাইকোর্টে ৮৫১১/২০২৩ রিট করে। এর প্রেক্ষিতে হাইকোর্ট ১০/০৭/২০২৩ইং তারিখ আদেশ জারি করে ১১/০৭/২০২৩ইং তারিখ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে উপজেলা নির্বাচন অফিসার তথা এই নির্বাচনের রিটানিং অফিসার শারমিন আফরোজের কাছে আদেশের কপি প্রেরণ করে।
নির্বাচন ২দিন পর হচ্ছে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে প্রতিদিন বহিরাগতরা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত আসা যাওয়া করছে এবং মানুষের মধ্যে ভয়ভীতি ও আতংক ছড়িয়ে দিচ্ছে বলে দাবি করে ওয়ারেচ আলী খান। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়েছে ইতিমধ্যেই এলাকায় নির্বাচনকে সামনে রেখে পেশি শক্তি ব্যবহারের জন্য অস্ত্রধারী আগমন ঘটছে বলে দাবি করে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা ওয়ারেচ আলী খানের পক্ষে তার পুত্র এ্যাডভোকেট মাহাবুব আলম খান। এ সময় তার আরেক পুত্র আজাদ হোসেন খান তার ভাই ইদ্রিস আলী খান ও ভাইয়ের ছেলে কামাল হোসেন উপস্থিত ছিলেন। ছবিঃ ঝালকাঠি পোনাবালিয়া ইউপি নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করছে ওয়ারেচ আলী খানের পুত্র এ্যাডভোকেট মাহবুব আলম খান, ১৪/০৭/২০২৩ইং।