More

    নারীদের এগিয়ে নেয়ার জন্যই শেখ হাসিনা সরকার বিভিন্ন কল্যানমূখী ও শিক্ষা প্রসারের ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে

    অবশ্যই পরুন

    বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, নারীদের এগিয়ে নেয়ার জন্যই শেখ হাসিনা সরকার বিভিন্ন কল্যানমূখী ও শিক্ষা প্রসারের ক্ষেত্রে ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগাযোগ, প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। শেখ হাসিনার এই উদ্যোগের ফলে বর্তমান পর্যায়ে প্রশাসন স্তর থেকে বাহিনী পর্যায় সকল ক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে আসা হচ্ছে।

    এই অবস্থানে আসার জন্যই নারীদের যোগ্যতা প্রমানের জন্য ক্ষেত্রগুলো তৈরি করে দেওয়া হয়েছে। সে কারণে আগামীতেও এই ধারবাহিকতা বজায় রাখার জন্য আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা দরকার। তিনি শনিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপাদের নিয়ে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তার সাবেকুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী খান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ফজিলাতুন্নেছা বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী নেত্রী ইসরাত জাহান সোনালী স্বাগত বক্তব্য রাখেন। ঝালকাঠির উপজেলা পরিষদের তথ্য সেবা কর্মকর্তা সঙ্গীতা সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...