বরিশালের বাবুগঞ্জ এলাকায় বাস ও ট্রলী’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে ।
আজ শনিবার, ১৫-ই জুলাই দুপুর পৌনে ২ টার দিকে এয়ারপোর্ট থানাধীন বরিশাল-ঢাকা মহাসড়কের ৭ মাইল এলাকার ইউনিক পেট্রোল পাম্প’র সামনে এই সড়ক দূর্ঘটনা হয়।
এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বরিশাল মেট্রোপলিটন’র ট্রাফিক বিভাগের রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি শরিয়ে হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহন যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে, অপরজন চিকিৎসাধীন অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। আহত হয় বাসে থাকা ৭ যাত্রী। তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এবিষয়ে এয়ারপোর্ট থানার ওসি(তদন্ত) লোকমান হোসেন বলেন, বরিশাল থেকে ঢাকাগামী গুনগুন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি’র মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় নিহত নাদিম হাওলাদার (১২) বিমানবন্দর থানাধীন পশ্চিম রহমতপুর’র বাদামতলা গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো:সেন্টু হাওলাদার’র ছেলে।অপরজন ইমদাদুল হাওলাদার (৩৮)কাশিপুর ইউনিয়নের কলেজ গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।
দুর্ঘটনায় আহত গাড়ির যাত্রীদের ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয় সহযোগিতায় উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।