শনিবার সকালে নতুন সড়কের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু এমপি। এ উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মূখপাত্র আমির হোসেন আমু এমপি। প্রধান অতিথির বক্তাব্যে এমপি আমু বিএনপিকে উদ্দেশ্য করে বলেন,নিবার্চন নিয়ে নানা ষড়যন্ত্র করছে।
আগামী নিবার্চনে যারা মনে করে তাদের সুবিধা হবেনা তারা নানা সলাকৌশল অবলম্বন করে নিবার্চনকে বানচাল করার চেষ্টায় ষড়যন্ত্র করছে। নিবার্চনকে বানচালের সে অপচেষ্টা সবার সম্মিলিত চেষ্টায় ষড়যন্ত্র প্রতিহত হয়েছে। তিনি আরো বলেন,আপনারা আমাকে এমপি নিবার্চিত করে ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনাদের যে চাওয়া পাওয়া তা আমি বাস্তবায়ন করেছি।
এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আমরা নিবার্চন মুখী দেশ,আমরা নিবার্চন মুখী জাতি,নিবার্চন মুখী নজগণ। তাই আগামী নিবার্চনে আওয়ামী লীগকে নিবার্চিত করবেন যাতে আপনাদের জন্য দেশের উন্নয়ন অব্যাহত থাকে। অনুষ্ঠানে বিষেশ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খন্দকার মজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন। প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়ন করেছে। এতে গ্রামের হাজার মানুষের চলাচলে ও জীবনমানের ব্যাপক উন্নয়ন হয়েছে।