More

    আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় চালককে অজ্ঞান করে একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই করেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। পরে ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শনিবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের পাশে অজ্ঞান অবস্থায় এক ইজিবাইক চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয়।

    আহত ইজিবাইক চালক উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শামসুল হক সিকদারের ছেলে এরশাদুল হক সিকদার (৩৫)। তার ভাই রজত সিকদার জানান, ছয় মাস আগে নতুন ইজিবাইক কিনে তা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো এরশাদুল হক সিকদার। প্রতিদিনের মতো শনিবার বিকেলে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আগৈলঝাড়া উপজেলা সদর থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে নিয়ে গৌরনদী মৌরী ক্লিনিকের সামনে যায়। পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারকে অচেতন করে একটি প্রাইভেটকারে নিয়ে আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের পাশে ফেলে রেখে চলে যায় ছিনতাইকারীরা।

    পরে ইজিবাইক চালক এরশাদুল হক সিকদারদের কাছ থেকে একটি ইজিবাইক, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ছিনতাই করে নিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে একেরপর এক ইজিবাইক ছিনতাই ও ইঞ্জিন চালিত একাধিক ভ্যান চুরির ঘটনায় স্থানীয় ইজিবাইক ও ভ্যান চালকদের মধ্যে ছিনতাই ও চোর আতংক ছড়িয়ে পড়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. বক্তিয়ার আল মামুন জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শনিবার রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...