More

    মুলদী’র জয়ন্তী নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় কুমির

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার, মুলদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঘোষের হাট ভূঁইয়া বাড়ির জয়ন্তী নদীতে মাছ ধরার সময় জাবুর হোসেন তালুকদার নামে এক জেলের জালে বিশাল আকৃতির কুমির ধরা পড়েছে।

    আজ সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয় জেলে জাবুর হোসেন তালুকদার’র জালে কুমিরটি ধরা পড়ে।

    জেলেদের জালে কুমির ধরা পড়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে অনেকটা আতঙ্ক বিরাজ করে আর মুহূর্তেই উৎসুক জনতা কুমিরটি দেখতে নদীর তীরে ভিড় করে।

    স্থানীয় জয়ন্তী নদীতে কুমির পাওয়াকে কেন্দ্র করে নদীর তীরে বসবাসরত মানুষের মাঝে অনেকটা আতঙ্ক বিরাজ করছে।

    জেলেদের জালে ধরা পড়া কুমির নিয়ে অনেকটা বিপাকে পড়েছে মুলাদী উপজেলা প্রশাসন।

    এবিষয়ে জেলে জাবুর হোসেন তালুকদার বলেন, প্রত্যেকদিনের ন্যায় আজ সোমবার সকালে নদীতে জাল ফেলি। ঘন্টা খানেক পর জাল টানা শুরু করি। এ সময় জালটি অনেকটা ভারী মনে হয়। প্রথমে মনে করেছিলাম বড় ধরনের কোন বাঘা আইড় জালে ধরা পড়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। জাল যখন নৌকার কিনারে আসে তখন দেখি জালে পেঁচিয়ে আছে বড় একটি কুমির।

    কুমির’টি দেখে আমার আমি ও সাথে থাকা লোকজন অনেকটা ভীত সন্ত্রস্ত হই। পরে কুমিরটিকে জালে আটকে রাখি।

    পরে বিষয়টি স্থানীয় রুবেল মেম্বারকে জানাই। এ বিষয়ে রুবেল মেম্বার বলেন, জেলে জাবুর হোসেন এর মাধ্যমে জানতে পারি তাদের জালে একটি বড় আকৃতির কুমির ধরা পড়েছে। আমি বিষয়টি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বলেন, কুমির ধরা পড়ার বিষয়টি আমি অবগত হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কে জানিয়েছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছেন কুমিরটিকে সংরক্ষণ করার জন্য।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...