বরিশালের আগৈলঝাড়ায় দিনে দুপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ঘরে নিয়ে মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের জয়ন্ত মধুর ছেলে মিঠুন মধু গত ১৫ জুলাই দুপুরে একই এলাকার কাঠিরা মাধ্যামিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে তার (মিঠুন) ঘরে নিয়ে ওই ছাত্রীর মুখ ও হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর ডাকচিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মিঠু পালিয়ে যায়।
এঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে মিঠুন মধুর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। ওই স্কুল ছাত্রী বলেন, মিঠুন মধু আমার এলাকার সম্পর্কে কাকা হয়। সে (মিঠুন) আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলো। আমি রাজি না হওয়াতে রোববার দুপুরে বাড়ি থেকে বের হলে সে আমাকে জাপটে ধরে মুখ চেপে তার ঘরে নিয়ে যায়। তারপরে আমার হাত বেঁধে আমাকে ধর্ষনের চেষ্টা করে।
তখন আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মিঠুন পালিয়ে যায়। মামলার বাদী ওই স্কুল ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে উদ্ধারের পরে তার কাছ থেকে সব কিছু জেনে থানায় রোববার রাতে মিঠুন মধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছি। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে মিঠুন মধুর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা মামলা করেছেন। আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।