বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু।
সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক এইচএম মাসুদ, হাবিবুর রহমান, মমতা রানী বিশ্বাস। খেলায় গৈলা ইউনিয়নের ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।