More

    পদযাত্রায় ঢাকা, বগুড়া, খাগড়াছড়ি ও কিশোরগঞ্জে সংঘর্ষ

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে আজ দেশের বিভিন্ন স্থানে বাধাদান, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছে অনেকে।

    রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী থেকে পদযাত্রা শুরু হয়ে বাঙলা কলেজ এলাকায় আসার পর হামলা হয়।

    দলটির নেতাকর্মীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেছেন।

    সেখানে দেখা যায়, পদযাত্রাটির একটি অংশের ওপর সরকারি বাঙলা কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া হয়। তখন পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনার পরও পদযাত্রাটি থামেনি, সামনে এগিয়ে যায়।

     

    সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে যান জেলা ও উপজেলার নেতাকর্মীরা। পরে দুপুর ১২টায় গুরুদয়াল কলেজ মাঠ থেকে জেলা বিএনপির ব্যানারে শান্তিপূর্ণভাবে পদযাত্রা বের হয়। শহরের আখড়া বাজার হয়ে ঈশা খাঁ রোডের রথখলা এলাকায় পৌঁছালে পুলিশ বিএনপির পদযাত্রায় বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ধাপে ধাপে প্রায় ১ ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে।

    জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল জানান, তিনিসহ ৮/১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মোস্তফা তাজবির, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়ার মুসা তানহা, নিকলী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান রয়েছেন। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    বগুড়ায় বিএনপির পদযাত্রায় বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এরমধ্যে ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। বিএনপির দাবি, এই ঘটনায় তাদের ৭ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সাড়ে ১২টার সময় শহরের বনানী এলাকা থেকে মিশিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা একুৰিয়া স্কুলের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়।

    পুলিশ বলছে, সেই সময় বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়া হয়। বিএনপির ইট-পাটকেল প্রতিহত করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরে থেমে থেমে শহরে কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

    খাগড়াছড়িতে পাল্টাপল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরের শাপলা চত্ত্বরে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৫ জন জেলা সদরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে- সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...