More

    ঝালকাঠিতে সিটিজেন টাউনহল মিটিং অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ঝালকাঠি প্রতিবেদক: ঝালকাঠিতে শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিকদের উদ্যোগ সৃষ্টির লক্ষে বরিশাল বিভাগের সিটিজেন টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তর ডিরেক্টর পিস কলমোটিয়াস শাহাদাৎ হোসেন বাচ্চু।
    ঝালকাঠি জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিটিজেন টাউনহল মিটিংএ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সুন্দরবন একাডেমী খুলনা চেয়ারপার্সন মডারেটর প্রফেসর আনোয়ারুল কাদির,ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবুল হক আকন্দ, পিরোজপুর জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন,পিরোজপুর জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম রেজাউল করিম খোকন, প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস,ঝালকাঠি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাকিনা আলম লিজা। এছাড়া রুপান্তরের বরিশালের কর্মসূচি সমন্বায়ক রাবেয়া বসরী,রূপান্তর বরিশাল প্রশিক্ষণ সমন্বয়কারী ঝুমা কর্মকার,রূপান্তর ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জল কুমার পাল উপস্থিত ছিলেন।
    সিটিজেন টাউন হল মিটিংএ ঝালকাঠি ও পিরোজপুরের নাগরিক সমাজের বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নাগরিগ সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...