বরিশালের আগৈলঝাড়ায় মসজিদের দেয়াল চাপা পরে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ ফকির (১৩) ওই গ্রামের ভাষাই ফকিরের ছেলে। নিহত শিশু শাহাদাৎ ফকির ভদ্রপাড়া করম আলী সিকদার বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে শাহাদাৎ ফকির বাড়ির পাশে ফকির বাড়ি জামে মসজিদের নতুন দেয়াল নির্মানের পাশে খেলা করতে ছিল। তখন ওই নতুন মসজিদের নবনির্মিত দেয়াল ভেঙ্গে শাহাদাৎ ফকিরের উপরের চাপা পরে। এসময় স্থানীয়রা স্কুল ছাত্র শাহাদাৎ ফকিরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা হালদার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা হালদার জানান, দেয়ালের নিচে চাপা পরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে।