ঝালকাঠি জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জসিম হাওলাদার (৩০) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টায় ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। একই দিন বিকেল ৫টায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জসিম হাওলাদার ঝালকাঠি উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের বাসিন্দা এবং সে এলাকার নজর আলী হাওলাদারের পুত্র। ঝালকাঠি জেলায় সাম্প্রতিক সময়ের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তার মৃত্য হলো।
তার পরিবার সূত্রে জানা গেছে, এক সপ্তাহ পূর্বে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন ছিল কিন্তু একটু সুস্থ্য হলে চিকিৎসা শেষ না করে সে বাড়ি চলে আসে। ঝালকাঠি জেলার মধ্যে সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের প্রভাব বিস্তার করছে এবং ঝালকাঠি জেলার মধ্যে সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের বিন্নাপাড়া, বৈদারাপুর, ওস্তাখান এই ব্লকে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চিকিৎসাধীন ৯জন রোগীর মধ্যে বিন্নাপাড়া গ্রামের জালিম (২৫), বৈদারাপুর গ্রামের রুবেল (৩০) মোঃ হানিফ (৬২) ও তাজুল (২৪) এবং ওস্তাখান গ্রামে মজিবর (৩২) ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঝালকাঠিতে বর্তমান মাসে ডেঙ্গু রোগ বিস্তার করতে শুরু করে তবে অন্যন্য জেলার তুলনায় সংখ্যা নগন্য ছিল। কিন্তু ধীরে ধীরে ডেঙ্গু জ্বরের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। জুলাই মাসে জেলায় এ পর্যন্ত ৬৮জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝালকাঠির বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছে এর মধ্যে বর্তমানে ২১জন রোগী ব্যতিত অন্যরা সুস্থ্য হাসপাতাল ত্যাগ করেছে।