More

    আগৈলঝাড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বিএনপি—জামাতের সন্ত্রাস, নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রত্নপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শনিবার বিকেলে মিশ্রীপাড়া বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সালেহ মো. নূর উদ্দিনের সভাপতিত্ব শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ।

    ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কবির হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেমন ভূঁইয়া, রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ তালুকদার।   উপজেলা যুবলীগের সহ—সভাপতি নাসির তালুকদার, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ স্থানীয় নেতা—কর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    স্বরুপকাঠির একমাত্র খেয়াঘাট যেখানে আজ-ও দুই টাকায় পারাপার হয় নৌকা

      সুৃমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার কৌরিখাড়া খেয়াঘাটটি দুই টাকায় নৌকা পারাপারের জন্য পরিচিত। এটি অত্র উপজেলার একটি ঐতিহাসিক...