More

    আগৈলঝাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” মৎস্য সপ্তাহের এবারের স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের উপর আলোচনা ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    সার্বিক প্রশ্নপর্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম জানান, ২০২২—২৩ অর্থ বছরে ৫শ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ খাস পুকুর ও জলাশয়ে ৫ হাজার কেজি পোনা মাছ অবমুক্ত করা, ৫০টির অধিক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ লক্ষ মিটার কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল, ভেসাল জাল ধ্বংস করাসহ মৎস্য চাষী, জেলেদের উদ্বুদ্বকরণ সভা করা হয়।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...