“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” মৎস্য সপ্তাহের এবারের স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে র্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের উপর আলোচনা ও মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সার্বিক প্রশ্নপর্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম জানান, ২০২২—২৩ অর্থ বছরে ৫শ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ খাস পুকুর ও জলাশয়ে ৫ হাজার কেজি পোনা মাছ অবমুক্ত করা, ৫০টির অধিক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ লক্ষ মিটার কারেন্ট জাল, চায়না দুয়ারী জাল, ভেসাল জাল ধ্বংস করাসহ মৎস্য চাষী, জেলেদের উদ্বুদ্বকরণ সভা করা হয়।