ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। প্রফেসর আব্বাস উদ্দিন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলি সিদ্দিকী, প্রফেসর মোঃ হেমায়েত উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. খান সাইফুল্লাহ পনির প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় জেলার কলেজ শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন আজকের স্মার্ট বাংলাদেশের যে ভিশন সামনে আসছে ৪২ বছর পূর্বে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বেত বুনিয়ায় স্যাটেলাইট উৎক্ষেপন কেন্দ্র নির্মাণ করেছিলেন এবং ১৯৭৫ বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ১৯৭৭ সালে স্যাটেলাইট বঙ্গবন্ধু—১ উৎক্ষেপন করা হতো। যাহা তার হত্যার মধ্যদিয়ে পিছিয়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন ২০০৮ সালে শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনার এটাকে ভিত্তি করে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে।