More

    ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার কলাপাড়ায়

    অবশ্যই পরুন

    এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা জানান, সোমবার দুপুরে পূর্ব মধুখালী ব্রিজ সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পান স্থানীয় যুবক সুমন। পরে খবর পেয়ে অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। সাপটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সাপটিকে টেংরাগিরি বনে অবমুক্ত করার কথা রয়েছে।

    স্থানীয় যুবক সুমন বলেন, একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে থেকে আমি যাচ্ছিলাম তখন ভিতরে কিছু একটা নড়তে দেখে কাছে গেলাম। ভেতরে তাকাতেই দেখি বিশাল আকৃতির একটি অজগর। প্রথমে ভয় পাই এবং চিৎকার দিলে লোকজন আসে।

    এনিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলা শাখার টিম লিডার রাকায়েত হোসেন বলেন, একটি অজগর ধরা পড়েছে এই খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে টিম নিয়ে চলে যাই ঘটনাস্থলে। সাপটি অনেক বড় হওয়ায় উদ্ধার করতে আমাদের একটু বেগ পেতে হয়েছে। তবে সাপটি বর্তমানে সুস্থ আছে এবং আমাদের কাছে হেফাজতে আছে। উদ্ধারের সময় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে অবৈধ জাটকা ইলিশ বিক্রির দায়ে ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা

    ​বরিশালের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালোনা করেন। এ সময় জাটকা মাছ বিক্রির অপরাধে হাতেনাতে তিনজনকে ধরে জরিমানা আদায়...