বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরন সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে জনবহুল স্থানে মাছ চাষ ভিত্তিক সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১ নাম্বারে রয়েছে, বিলুপ্ত দেশীয় মাছ চাষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্প মাছ, তেলাপিয়াসহ নানা জাতের মাছ এখন সর্বোচ্চ চাষ হচ্ছে এবং মানুষের চাহিদা শতভাগ পূরণ হচ্ছে।