More

    আগৈলঝাড়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

    জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের উপর আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরুস্কার বিতরন সভায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে জনবহুল স্থানে মাছ চাষ ভিত্তিক সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ আলম বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে ১ নাম্বারে রয়েছে, বিলুপ্ত দেশীয় মাছ চাষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কার্প মাছ, তেলাপিয়াসহ নানা জাতের মাছ এখন সর্বোচ্চ চাষ হচ্ছে এবং মানুষের চাহিদা শতভাগ পূরণ হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...